অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতে সব ধরনের চেষ্টা করছে কমিশন : সিইসি
- আপডেট সময় : ০৬:১৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
- / ১৬৯৩ বার পড়া হয়েছে
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন,অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতে সব ধরনের চেষ্টা করছে কমিশন। এজন্য প্রার্থীদেরও সহযোগিতা চেয়েছেন তিনি। তবে সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে তা বরদাশত করবে না কমিশন জানান কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হলে তার দায় সরকারকেও নিতে হবে।
রাজশাহী সার্কিট মিলনায়তনে সংসদ সদস্য প্রার্থীদের সাথে মতবিনিময় করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সিইসির কাছে প্রভাবশালী প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী সহিংসতা ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ জানান বিভিন্ন আসনের স্বতন্ত্র প্রার্থীরা।
তবে ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে, জানিয়ে সিইসি আচরণবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা আশ্বাস দিয়েছেন বলে জানান প্রার্থীরা।
এদিকে, মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি জানান, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ও ভোটের অনুকূল পরিবেশ সৃষ্টিতে কাজ করছে কমিশন। সুষ্ঠু নির্বাচন না হলে দায় শুধু কমিশনের নয় সরকারের ওপরও বর্তাবে বলে মন্তব্য করেন তিনি।
পরে শিল্পকলা একাডেমিতে রাজশাহী বিভাগের আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন সিইসি।