অং সান সুচির বিরুদ্ধে নতুন ঘুষের অভিযোগ সামরিক সরকারের
- আপডেট সময় : ০৮:১৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
মিয়ানমারের ক্ষমতাচ্যুত কাউন্সিলর ও নেত্রী অং সান সু চির বিরুদ্ধে নতুন ঘুষের অভিযোগ এনেছে সামরিক সরকার।
বুধবার রাতে মিয়ানমারের সেনাশাসিত টিভিতে এক ব্যবসায়ী দাবি করেছেন কয়েক বছরে সুচিকে সাড়ে ৫ লাখ মার্কিন ডলার ঘুষ হিসেবে দিয়েছিলেন। পহেলা ফেব্রুয়ারি সু চির সরকারকে ক্ষমতাচ্যুত ও তাকে গৃহবন্দি করে সামরিক সরকার। এরপর সু চির বিরুদ্ধে আমদানি-রপ্তানি আইন লঙ্ঘনের অভিযোগে মামলা হয়। এ ঘটনার পর ছয় লাখ ডলার ঘুষ ও স্বর্ণ গ্রহণের অভিযোগে আরেকটি মামলা হয়। মং ওয়াইক নামের ওই ব্যবসায়ী দাবি করেন, তার ব্যবসা সুন্দরভাবে চালানোর জন্য তিনি সরকারের সিনিয়র মন্ত্রীদের ওই ঘুষ দিয়েছিলেন। ২০১৮ সাল থেকে তিনি চার ধাপে এই ঘুষ দিয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, এ জন্য দুর্নীতি দমন আইনে সু চির বিরুদ্ধে মামলা করা হবে। অভিযোগ প্রমাণিত হলে সুচির সর্বোচ্চ ১৫ বছরের জেল হতে পারে।