অং সান সু চির বিরুদ্ধে করা বিভিন্ন মামলার মধ্যে একটির রায় ঘোষণা করতে যাচ্ছে জান্তা আদালত
- আপডেট সময় : ১১:৫৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে করা বিভিন্ন মামলার মধ্যে একটির রায় ঘোষণা করতে যাচ্ছে জান্তা আদালত। সেনাবাহিনীর বিরুদ্ধে উসকানির মামলায় আগামীকাল মঙ্গলবার রায় ঘোষণার কথা রয়েছে। এ মামলায় দোষী সাব্যস্ত হলে তিন বছরের জেল হতে পারে সু চির।
মিয়ানমারে চলতি বছরের ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। গ্রেপ্তার করা হয় অং সান সু চিসহ তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির-এনএলডি শীর্ষ নেতাদের। সেনা হেফাজতে নেয়ার চার মাস পর গত জুনে বিচার শুরু হয় সু চির। সেনাবিরোধী উসকানি, রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গসহ তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। এসব মামলায় দোষী সাব্যস্ত হলে কয়েক দশক পর্যন্ত কারাদণ্ড হতে পারে সু চির। এর মধ্যে আগামীকাল উসকানির অভিযোগে করা মামলার রায় দেয়ার কথা জানায় আর্ন্তজাতিক গণমাধ্যম। বিশ্লেষকেরা বলছেন, সু চিকে রাজনীতি থেকে চিরতরে সরিয়ে দেয়ার লক্ষ্যে মামলাগুলো করা হয়েছে। সু চির পাশাপাশি আটক থাকা এনএলডির অন্য সদস্যদেরও বিচার চলছে।