অকার্যকর হয়ে পড়েছে সিলেট সিটি করপোরেশনের আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প
- আপডেট সময় : ০২:১৫:১৬ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
অকার্যকর হয়ে পড়েছে সিলেট সিটি করপোরেশনের আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প- সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন- এসটিএস। প্রায় সবগুলো মেশিনই পড়ে আছে বিকল হয়ে। আর ময়লার গাড়ি রাস্তায় রেখে বর্জ্য স্থানান্তর করায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে চারপাশে।
কিন্তু নগরীর রিকাবী-বাজার,শাহী-ইদগাহসহ কয়েকটি ‘এসটিএস’ এর মেশিন বিকল হয়ে পড়ে থাকায় স্টেশনের বাইরেই করতে হচ্ছে ময়লা ট্রান্সফার। আর হাসপাতাল, স্কুলসহ গুরুত্বপূর্ণ স্থাপনার পাশেই অনেকটা রাস্তার উপরই ফেলে রাখা হয় ময়লা। এতে করে এলাকাবাসীকে পোহাতে হচ্ছে চরম দূর্ভোগ।
তবে এসটিএসের লিফটিং মেশিন বিকল ও হাসপাতালের সামনে ময়লা ফেলার কথা স্বীকার করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস সিসিকের পরিচ্ছন্নতা কর্মকর্তার।
আর মেশিন বিকলের অনেক দিন হয়ে গেলেও এখন সংস্কারসহ নতুন মেশিন স্থাপনের কথা জানালেন সিটি মেয়র। যেকোনো বড় প্রকল্প গ্রহণের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে বাস্তবায়নের দাবি সচেতন মহলের। সিসিকের নেয়া প্রকল্পগুলো বাস্তবায়নে আরো দায়িত্বশীল হওয়ার দাবি সচেতন নাগরিকদের।