অক্সিজেন সহায়তা এবং করোনা টেষ্ট বাড়ানোর তাগিদ জাতীয় পার্টির চেয়ারম্যানের
- আপডেট সময় : ০৭:৩২:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
সারাদেশে অক্সিজেন সহায়তা এবং করোনা টেষ্ট বাড়ানোর তাগিদ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, অক্সিজেন ও ভেন্টিলেশনের সহায়তা নিশ্চিত করা গেলে দেশে করোনায় মৃত্যুর হার অনেকটাই কমে যাবে।
দুপুরে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের অফিসে পার্টির সাবেক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক প্রস্তুতি সভাশেষে গণমাধ্যম কর্মীদের তিনি এ কথা বলেন। গোলাম মোহাম্মদ কাদের বলেন, ঢাকার কিছু হাসপাতাল ছাড়া দেশের বেশিরভাগ জায়গায় অক্সিজেন ও ভেন্টিলেশনের ব্যবস্থা নেই। তাই যতটুকু সম্ভব সরকারকে দ্রুত সারাদেশের হাসপাতালগুলোতে অক্সিজেন সহায়তা ও ভেন্টিলেশন নিশ্চিত করতে হবে। আর করোনায় মৃত্যুর হার কমে আসলে সাধারণ মানুষের ভয়-ভীতিও দূর হবে। এতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা দ্রুত ফিরে আসবে বলেও মনে করেন তিনি।