অগ্নিকান্ডে পুড়ে গেছে ফরিদপুরে দুই হাজার কোটি টাকা অর্থপাচার মামলায় গ্রেপ্তার বরকত-রুবেলের ১২ বাস
- আপডেট সময় : ০৫:১৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
ফরিদপুর শহরের গোয়ালচামটে অগ্নিকান্ডে পুড়ে গেছে সাউথ লাইন পরিবহনের ১২টি বাস। গতকাল রাত একটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বাসগুলোর মালিক আলোচিত দুই হাজার কোটি টাকা পাচার মামলার আসামী সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেল। বাসগুলো আদালত জব্দ করে সিআইডির জিম্মায় রেখেছিলো বলে জানা গেছে।
শুক্রবার রাত একটায় গোয়ালচামট অবস্থিত সাউথ লাইন পরিবহনের গ্যারেজে গাড়ী গুলো রাখা ছিলো। হঠাৎ একটি গাড়ীতে ধোয়া দেখতে পায় শ্রমিকরা। মুহূর্তেই অন্য গাড়ীগুলোতেও আগুন লেগে যায়। এসময় ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে এসে ২ঘন্টার চেষ্টায় আগুন নিয়স্ত্রনে আনে।
ডিপোতে রাখা ২২ টি বাসের মধ্যে ১২টি বাস পুড়ে গেছে। তবে আগ্নিকাণ্ডের কারণ এখনও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
আগুন কি ভাবে লেগেছে তা জানতে , তদন্ত শুরু হয়েছে বলে জানান জেলা পুলিশ।
ফরিদপুরের সাউথ লাইন নামে পুড়ে যাওয়া ওই বাসগুলো অর্থপাচার মামলায় গ্রেফতার শহর আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলের মালিকানাধীন। ২০২০ সালে বরকত-রুবেল গ্রেফতার হওয়ার পর আদালতের নির্দেশে দুদক এসব বাস জব্দ করে।