অটোরিকশার দখলে মুন্সীগঞ্জ শ্রীনগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো
- আপডেট সময় : ০৪:৪২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
- / ১৬২১ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের শ্রীনগরসহ আশপাশের উপজেলার হাজার হাজার ব্যাটারি চালিত অটোরিকশার দখলে শ্রীনগর সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো। অবৈধ দখল থেকে রক্ষা পায়নি রাস্তা, ফুটপাত এমনকি ব্রিজও। ফলে প্রতিনিয়তই দুভোগ ও ভোগান্তিতে পড়ছে শিক্ষর্থীসহ হাজারো মানুষ। হরহামেসাই ঘটছে দূর্ঘটনা।
মুন্সীগঞ্জের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বাণিজ্যিক এলাকা শ্রীনগর। প্রতিনিয়তই আশপাশ উপজেলার হাজার হাজার মানুষের পদ চারণায় মুখর থাকে শ্রীনগর সদর এলাকা। তবে সড়কগুলো অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইকের দখলে থাকায় যানজটে নাকাল মানুষ। অন্যদিকে সড়কের যেখানে সেখানে অবৈধ স্ট্যান্ড ও ফুটপাত দখল করে দোকান পেতেছে দখলদাররা। রক্ষা পায়নি ব্রিজগুলোও। শ্রীনগর সদরের চকবাজার, অতিরিক্ত পুলিশ সুপার কার্যালয় ও শ্রীনগর ভাগ্যকুল রোডসহ সব সড়কেই যানজট এখন নিত্যসঙ্গী। ফলে দূর্ভোগ ও ভোগান্তিতে হাজারো মানুষ।
ভুক্তভোগীদের দাবি দখলদারদের উচ্ছেদ ও যেখানে সেখানে পাকিং ও অটোরিকসা নিয়ন্ত্রণ করলেই মিলবে সমাধান। স্থানীয় প্রসাশন এসব ব্যাপারে বার বার উদ্যোগ নিলেও যানজট ও দখলদার হটাতে ব্যর্থ হয়েছে।
স্থানীয়রা জানান, যেকোন মূল্যে সংশ্লিষ্টদের নিয়ে যানজট ও দখলমুক্ত করা হবে শ্রীনগর সদর।