অডিটোরিয়াম চত্বর থেকে মাছ ও মুরগির বাজার স্থানান্তরের দাবি পঞ্চগড়বাসীর
- আপডেট সময় : ০১:৩৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
পঞ্চগড় শহরের প্রাণকেন্দ্র অডিটোরিয়াম চত্বরে বসছে মাছ ও মুরগির বাজার। করোনার সংক্রমন ঠেকাতে একমাস আগে অন্য জায়গা থেকে বাজারটি এখানে সরিয়ে আনা হয়। বর্তমানে এই বাজার থেকে গোটা শহরেই ছড়িয়ে পড়ছে ময়লা-আবর্জনার দুর্গন্ধ। শহরের একমাত্র বিনোদনের জায়গায় এধরনের বাজার প্রতিষ্ঠা করায় সামাজিক ও সাংস্কৃতিক কর্মীদের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বাজারটি বিকল্প জায়গায় স্থানান্তরের দাবি জানিয়েছে সচেতন মহল।
পঞ্চগড় শহরের একমাত্র বিনোদন কেন্দ্র সরকারি অডিটোরিয়াম। একে ঘিরে কয়েকটি নাট্য ও সাংস্কৃতিক সংগঠন দীর্ঘদিন ধরে তাদের কর্মকান্ড চালিয়ে আসছে। এখানেই নানা ধরনের সামাজিক-সাংস্কৃতিক মেলা, সেমিনার, সম্মেলন, জাতীয় ও আন্তর্জাতিক নাট্য উৎসব আয়োজন করা হয়।
গত একমাস আগে করোনার সংক্রমন ঠেকাতে শহরের মাছ-মুরগির বাজারটিকে এখানে নিয়ে আসা হয়। বর্তমানে ময়লা-আবর্জনার দুর্গন্ধে হুমকির মুখে পড়েছে পরিবেশ। অডিটোরিয়ামের পাশেই রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক,বাজার, সরকারি অফিস, আবাসিক এলাকাসহ ব্যস্ত মহাসড়ক। পাশের মা ও শিশু কল্যান কেন্দ্রটিকে করোনা রোগীদের জন্য আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে। যেকারণে, করোনা ছড়িয়ে পড়ার আশংকাও করছেন অনেকে। বাজারটি দ্রুত সরিয়ে নেয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা।
ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মাছ-মুরগি ব্যবসায়িরাও। তারা বলছে, এই বাজারে খুব একটা ক্রেতা আসেনা। প্রতিদিন লোকশান গুনতে হচ্ছে ।
বাজারটিকে দ্রুত সরিয়ে নেয়ার উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন, পৌর মেয়র। এক মাস আগে জেলা করোনা কমিটি, শহরের ভেতর থেকে মাছ-মুরগির বাজারটিকে এখানে বসানোর সিদ্ধান্ত নেয়।
এসএটিভি, নিউজডেস্ক।