অতিরিক্ত আঘাতের কারণেই মৃত্যু হয় রায়হানেরঃ ময়নাতদন্ত রিপোর্ট
- আপডেট সময় : ০৭:১৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
অতিরিক্ত আঘাতের কারণেই মৃত্যু হয় রায়হানের। নির্যাতনের সময় উপড়ে ফেলা হয় তার দুটি নখও। এমনটাই জানিয়েছেন ওসমানী মেডিক্যালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. মোহাম্মদ শামসুল ইসলাম। আদালতের নির্দেশে সিলেটের আখালিয়া কবরস্থান থেকে আজ মরদেহ উত্তোলন করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় দফা ময়নাতদন্ত শেষে তিনি এ তথ্য জানান। এর আগে গত ১১ অক্টোবর প্রথম দফা ময়না তদন্ত হয় রায়হানের। এতে শরীরের বিভিন্ন স্থানে বেশকিছু আঘাতের প্রমাণ পান চিকিৎসকরা। এদিকে, রায়হান হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশসহ নানা কর্মসূচি পালন করেছে সিলেটবাসী।
মরদেহ কবর থেকে উত্তোলন শেষে বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ময়না তদন্ত হয়। ওসমানী মেডিকেলে বিকেল ৪টায় ময়নাতদন্ত সম্পন্ন হয়।এটি সম্পন্ন করেন তিন সদস্যের একটি বোর্ড। বিকেলে মরদেহ পুনরায় দাফন করা হয়।
এর আগে, সকাল ৯টার দিকে আখালিয়ায় নবাবী জামে মসজিদ কবরস্থানে যায় পিবিআই’য়ের কর্মকর্তারা। এরপর সেখানে যান দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।কবরস্থানের সামনের সড়কে কড়া নিরাপত্তা বেষ্টনি তৈরি করে শুরু হয় মরদেহ উত্তোলনের কাজ। পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ খালেদ উজ জামান জানান, জড়িতদের শনাক্তকরণের কাজ চলছে।বারবার আঘাতের কারণেই মৃত্যু হয় রায়হানের, এসময় নির্যাতনে উল্টে ফেলা হয় তার দুটি নখও। এমন তথ্য জানান ফরেনন্সিক মেডিসিনের প্রধান।
এদিকে, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল জ