অতিরিক্ত দাম ধরায় খুঁজে পাওয়া যাচ্ছে না ইজারাদার
- আপডেট সময় : ১১:৩৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে হাট-ঘাট গুলোর ইজারা মূল্যও বাড়ানো হয়েছে কয়েকগুণ। অতিরিক্ত দাম ধরায় এবার ইজারাদার খুঁজে পাচ্ছে না গাইবান্ধা পৌরসভা। কাঙ্খিত গ্রাহক না থাকায় এখন খাস কালেকশন করছে পৌরসভা। তবে এই খাস কালেকশন নিয়েও রয়েছে নয়-ছয়ের অভিযোগ।
গাইবান্ধা পৌরসভার আওতায় বাজার ও বাস টার্মিনাল মিলিয়ে রয়েছে ১৫টি র্স্পট। যা প্রতিবছরের ন্যায় এবারেও ইজারা দিতে পত্রিকায় বিঞ্জপ্তি দেয়া হয়েছে। তবে দুটি হাটে কাঙ্খিত মূল্যে ইজারাদার পেলেও, বাকী গুলোতে সরকার নির্ধারিত মূল্যের পাওয়া যায়নি কোন ইজারাদার। অতিরিক্ত দাম হওয়ায় বিঞ্জপ্তি দিয়েও কাঙ্খীত ইজারাদার পাওয়া যায়নি। এদিকে বাজারে অতিরিক্ত টাকা আদায় করে অফিসে সামান্য টাকার রশিদ ধরিয়ে দেয়ার মাধ্যমে একটি শ্রেনী সুবিধা নিচ্ছে বলেছেন ব্যবসায়ী নেতারা। এদিকে বিষয়টি সত্যতা স্বীকার করে উদ্ধধর্ন কতৃপক্ষকে চিঠি দিয়ে অবহিত করার কথা জানান পৌরসভার এই কর্মকর্তা। এদিকে খাস কালেকসন বন্ধ করে দ্রুত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে বাজার ইজারার হবে এমনটাই প্রত্যাশা সবার।