অতিরিক্ত ভাড়া আদায় ও স্বাস্থ্যবিধি না মানা হলে কঠোর ব্যবস্থা : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৭:১৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
অতিরিক্ত ভাড়া আদায় ও স্বাস্থ্যবিধি না মানা হলে বাস মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন, বি আর টি সিকে নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
করোনা সংকট সমাধানে বিশ্বের বিভিন্ন দেশের বিরোধীদলসমূহ সরকারকে সহায়তা করতে নানামুখী উদ্যোগ গ্রহন করেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এ সংকটে শেখ হাসিনা সরকার নিরলস ভাবে কাজ করছে অথচ বিএনপি এ সংকটকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। তিনি স্হানীয় জনপ্রতিনিধিদের করোনা সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার নির্দেশ দিয়ে বলেন, অঞ্চলভিত্তিক তদারকির মাধ্যমে সংক্রমণ রোধের পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণেও ভূমিকা রাখতে হবে এবং অসহায় দুস্হ মানুষের মাঝে ত্রাণ বিতরণে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।