অতি প্রবল ঘূর্ণিঘঝড় ‘ইয়াস’ ভারতের ওড়িশার বালেশ্বরে আঘাত হেনেছে
- আপডেট সময় : ০১:২৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
- / ১৫১৭ বার পড়া হয়েছে
অতি প্রবল ঘূর্ণিঘঝড় ‘ইয়াস’ ভারতের ওড়িশার বালেশ্বরে আঘাত হেনেছে । রাজ্যের ধামরা উপকূলে ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার বেগে এটি আছড়ে পড়ছে। ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৫৫ কিলোমিটার ।
ভারতের আবহাওয়া অফিস বলছে, উপকূল অতিক্রম করতে ঝড়টির সময় লাগবে অন্তত ৩ ঘন্টা । ঝড়ের আঘাতে পশ্চিমবঙ্গের দুই জনের মৃত্যু। আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে ঝড়ের বেগ ছিল ঘণ্টায় ৯০-১০০ কিমি ।মেদিনীপুরে সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৪৫ কিমি। তবে কলকাতায় আমফানের মতো পরিস্থিতি হবে না বলে জানিয়েছেন পূর্বাঞ্চলীয় কর্মকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। ঝড় মোকাবিলায় তৎপর রয়েছে প্রশাসন । নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে ৩৫ লাখ মানুষকে । ঘূর্ণিঝড়ের জেরে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে । আজ দুপুরের মধ্যেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে ইয়াস,ওড়িশার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মধ্যে ওড়িশার বালেশ্বরের দক্ষিণ ও ধামরার উত্তর দিক দিয়ে অতিক্রম করে যাবে। পরে এটি ঝাড়খণ্ডের দিকে চলে যাবে।