অত্যন্ত সুপরিকল্পিভাবে আ’লীগ সরকার দেশের স্বাধীনতা-সাভৌমত্বকে হরণ করছে : মির্জা ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
অত্যন্ত সুপরিকল্পিভাবে আওয়ামী লীগ সরকার দেশের স্বাধীনতা-সাভৌমত্বকে হরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিকেলে ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী সংহতি সম্মিলনীর উদ্যোগে বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আয়োজিত এক ভার্চ্যুয়াল আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এসময় মির্জা ফখরুল বলেন, সরকার অত্যন্ত সুপরিকল্পিভাবে দেশকে গণতন্ত্রবিহীন করে দিয়ে জনগণের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। তিনি বলেন গুম- খুন অত্যাচার-নির্যাতন-নিপীড়নের পরেও কেউ বিএনপি ছেড়ে চলে যায়নি। বিএনপি এখন পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে এবং থাকবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।