অধিকার বঞ্চিত নড়াইল সরকারি শিশু পরিবারের এতিমরা
- আপডেট সময় : ০২:২৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
অধিকার বঞ্চিত নড়াইল সরকারি শিশু পরিবারের এতিমরা। অভিযোগ সঠিকভাবে তাদের খাবার দেয়া হয় না। অসুস্থ্ হলে নেই চিকিৎসার ব্যবস্থা। বিভিন্ন ক্ষেত্রে তাদের অধিকার খর্ব করা হয়। প্রতিবাদ করলেই নেমে আসে অত্যাচার ও নিপীড়ন। ভয়ে সবকিছু সহ্য করে ছোট শিশু প্রাণ। নিরুপায় হয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ জানিয়ে বিপাকে পড়েছে তারা । বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
নড়াইল সরকারী শিশু পরিবারে চলছে অকথ্য অত্যাচার আর নির্যাতন। সদনের শিশুদের বরাদ্দ অনুযায়ী খাবার দেয়া হয়না বলেও অভিযোগ রয়েছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। মাঝে মধ্যে শিশুদের দিয়ে করানো হয় সদনের নানা কাজ। ২৬ অক্টোবর সে কথাই জানান দিতে সদনের ২৫ শিশু ভোরের আলো ফোটার আগেই গিয়েছিল জেলা প্রশাসকের কার্যালায়ে।
এতেই বাধে বিপত্তি। এখন অনাথ ওই শিশুরা আছে ছুটিতে। জেলা প্রশাসকের কাছে নালিশ দেয়ায় ক্ষোভে ৮ শিশুকে দুই মাসের ছুটি দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে জেলা সমাজ সেবা অধিদপ্তর পরিচালিত শিশু নিবাস কর্তৃপক্ষ। তবে শিশু পরিবারের শিক্ষকরা বলছেন, শিশুদের উত্থাপিত কোন অভিযোগই সঠিক নয়। শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক আসাদুল্লাহ, তিনি তুললেন ভিন্ন সুর। বললেন, ছাত্ররা অযথাই অকারণে বিশৃংখলার চেষ্টা করছে।
নড়াইল জেলা প্রশাসক জানালেন, শিশুদের অভিযোগ পেয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি আশা করছেন, কমিটি একটি নিরপেক্ষ প্রতিবেদন দেবেন যার আলোকে অচিরেই সমস্যার সমাধান করা হবে। সুষ্ঠু সমাধান এলে এতিম নিবাসীরা একটি সুন্দর পরিবেশে বেড়ে উঠতে পারবে বলে মনে করছেন সবাই।