অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে নিয়োগ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের নেতা অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন। অন্যদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়- বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সত্যপ্রসাদ মজুমদারকে প্রতিষ্ঠানটির ভিসি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি পদে অধ্যাপক নাসরীন আহমেদের স্থলাভিষিক্ত হলেন ড. মাকসুদ কামাল। অধ্যাপক নাসরিনের মেয়াদ শেষ হওয়ায় রাষ্ট্রপতি এই পদে মাকসুদ কামালকে নতুন নিয়োগ দেন। ড. মাকসুদ কামাল টানা চার বারের মতো নির্বাচিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মাকসুদ কামাল বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদেরও ডীন।