অনলাইনে কিডনি কেনাবেচার বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে ৫ জন গ্রেফতার
- আপডেট সময় : ০৭:৫৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
অনলাইনে কিডনি কেনাবেচার বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে বিদেশে চিকিৎসার জন্য তৈরি করা ৪টি পাসপোর্ট, ভিসা সম্পর্কিত কাগজপত্রসহ দেশি-বিদেশি মুদ্রা জব্দ করা হয়। দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, র্যাবের পরিচালক- কমান্ডার খন্দকার আল মঈন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগে জসিমউদ্দিন নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব।
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কিডনি কেনাবেচার বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার জয়পুরহাট জেলা এবং রাজধানীর নর্দা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চারটি চিকিৎসার জন্য তৈরি পাসপোর্ট ও ভিসা সম্পর্কিত কাগজপত্রসহ দেশি-বিদেশি মুদ্রা জব্দ করা হয়।
মঙ্গলবার দুপুরে রাজধানীর কাওরান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, চক্রটি অত্যান্ত সুপরিকল্পিতভাবে কিডনি ট্রান্সপ্লান্টের প্রয়োজন এমন বিত্তশালী রোগীদের সাথে যোগাযোগ করে বিপুল অর্থ হাতিয়ে নিত।
তিনি জানান, প্রতারক ইমরান ফেসবুকে বাংলাদেশ কিডনি ও লিভার পেশেন্ট চিকিৎসা সেবা এবং কিডনি লিভার চিকিৎসা সেবা ‑ নামে দুটি পেইজে কিডনি ক্রয়-বিক্রয়ের জন্য প্রায় শতাধিক মানুষকে পার্শ্ববর্তী দেশে পাচার করেছে।
এছাড়াও রাজধানীর বাড্ডা থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে অপহরণের অভিযোগের মামলায় জসিম উদ্দিন নামে একজনকে গ্রেফতার করে রেব।