অনলাইনে ট্রেনের আগাম টিকিট বিক্রিতে সার্ভার জটিলতায় চরম ভোগান্তি
- আপডেট সময় : ০৮:১৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। রাজধানীর কমলাপুর রেল স্টেশনসহ পাঁচটি স্থানে ৭৭টি কাউন্টারের দেয়া হচ্ছে এই আগাম টিকিট। আগের রাতের স্টেশনে ভিড় জমান প্রত্যাশিরা। যারা কাঙ্খিত টিকিট পেয়েছেন, তাদের চোখে মুখে উচ্ছ্বাস। সার্ভার জটিলতার কারণে, অনলাইনে টিকিট প্রত্যাশীদের ভোগান্তি চরমে। বহু চেষ্টার পর না পেয়ে অনেকে স্টেশনে এসে টিকিট সংগ্রহের চেষ্টা করেন।
কমলাপুর রেল স্টেশনসহ রাজধানীর নির্ধারিত পাঁচটি পয়েন্ট থেকে শুরু হয়েছে ট্রনের আগাম টিকিট বিক্রি। তাইতো মধ্যরাত থেকেই কমলাপুর রেল স্টেশনে টিকিট প্রত্যাশীদের ভিড়।
টিকিট সংগ্রহ করতে অনেকেই শুক্রবার বিকাল থেকে রাতভর অপেক্ষা করেন। শুধু প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে একটি টিকিটের প্রত্যাশায় এই কষ্ট সহ্য করেছেন তারা।
যাত্রীদের অভিযোগ, অনলাইনে চেষ্টার পরেও টিকিট না মেলায়, বাধ্য হয়েই কাউন্টারে এসে টিকিটের জন্য অপেক্ষা করতে হচ্ছে।
দীর্ঘ অপেক্ষার পর যারা কাউন্টার থেকে টিকিট পেয়েছেন, তাদের চোখে-মুখে ছিল উচ্ছ্বাস।
স্টেশন ম্যানেজার জানান, একটি এনআইডি দিয়ে কাটা যাচ্ছে সর্বোচ্চ চারটি টিকিট। সার্ভার উন্নয়নে কাজ চলছে বলেও জানান তিনি।
২৩ এপ্রিল দেওয়া হয় ২৭ এপ্রিলের, ২৪ এপ্রিল দেওয়া হবে ২৮ এপ্রিলের টিকিট। ২৫ এপ্রিল ২৯ এপ্রিলের টিকিট, ২৬ এপ্রিল মিলবে ৩০ এপ্রিলের টিকিট। সবশেষ ২৭ এপ্রিল দেওয়া হবে ১ মে’র টিকিট।