অনশনের তৃতীয় দিনে শাবিপ্রবি শিক্ষার্থীদের অসুস্থ ১২ জন হাসপাতালে
- আপডেট সময় : ০৭:৫৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
- / ১৫৩১ বার পড়া হয়েছে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ঢাকা আসছে শিক্ষার্থীদের প্রতিনিধি দল। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাদের। এদিকে,
ভিসির অপসারণের দাবিতে চলমান আমরণ অনশনের তৃতীয় দিনে শাবিপ্রবি শিক্ষার্থীদের অসুস্থ ১২ জন এখন হাসপাতালে ভর্তি। তারপরেও এখনো একদফা দাবিতে অনড় শিক্ষার্থীরা।দিকে তীব্র শীত আর অনাহারে অনশনকারীদের শরীর খারাপের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
প্রচন্ড শীত উপেক্ষা করেই সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষার্থীদের আমরণ অনশন। অনশনের তৃতীয় দিনে অসুস্থ্য হয়ে এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ শিক্ষার্থী। এছাড়া ক্রমেই দুর্বল হয়ে পড়ছেন অনশনরতরা।
এমন করুণ অবস্থার মধ্যেও দাবিতে অনড় শিক্ষার্থীরা। এসময় ছাত্র-ছাত্রীরা ভিসির মানবিক মূল্যবোধ নিয়েও প্রশ্ন তোলেন।এদিকে উপাচার্য অধ্যাপক ফরিদ আহমেদের পদত্যাগের দাবিতে মধ্যরাতে মশাল মিছিলে বিক্ষোভ করে এক হাজারের বেশি শিক্ষার্থী। শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে তাঁদের আন্দোলনের অষ্টম দিন গতকাল সিলেট শহরে একাধিক সংগঠন নানা কর্মসূচি পালন করে। এতে ওই আন্দোলন আরও জোরালো হয়েছে। এদিকে অনশনে থাকা শিক্ষার্থীদের শরীরে দেখা দিচ্ছে নানা শারীরিক সমস্য। সবই দেয়া হয়েছে সেলাইন।
অন্যদিকে করোনা সংক্রমণ বৃদ্ধিতে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ১৫ দিন বন্ধের সরকারী সিদ্ধান্ত জারি করা হলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শাবিপ্রবি শিক্ষার্থীদের। স্বাস্থ্যবিধি মেনে আন্দোলন চালিয়ে যাবে, তবে আন্দোলন অব্যাহত রেখে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনায় বসতে রাজি তারা।তবে সে ক্ষেত্রে ভিসি কে আগে পদত্যাগ করতে হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপুমণির সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ঢাকায় আসছে শাবিপ্রবির শিক্ষার্থীদের প্রতিনিধি দল।
এর আগে বুধবার বেলা ৩ টায় উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন শুরু করেন ২৪ শিক্ষার্থী।
এদিকে, ভিসির পদত্যাগ দাবিতে নরসিংদীতে মানবন্ধন করেছে শাবিপ্রবির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
সকালে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নরসিংদী জেলা প্রাক্তন ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে নরসিংদীতে বসবাসরত প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন। বক্তারা, ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বিভিন্ন নেতিবাচক উদ্যোগ ও কর্মকাণ্ড তুলে ধরে তার পদত্যাগ দাবী করেন। বক্তব্য রাখেন, শাবিপ্রবি নরসিংদী জেলা প্রাক্তন ছাত্র কল্যাণ সমিতির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শাবিপ্রবির প্রথম ব্যাচের শিক্ষার্থী ভৈরব জিল্লুর রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক বেগম নাজমা পারভীনসহ আরো অনেকেই।