অনাহারে অর্ধহারে জীবন কাটাচ্ছে নদীর দু’পাড়ের ২৫ হাজার শ্রমিক
- আপডেট সময় : ০৯:৪৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯
- / ১৬০৬ বার পড়া হয়েছে
বিজিবি’র বাধার মুখে ধোপাজান চলতি নদীতে দেশীয় পদ্ধতিতে বালি ও পাথর উত্তোলন করতে না পেরে অনাহারে অর্ধহারে জীবন কাটাচ্ছে নদীর দু’পাড়ের ২৫ হাজার শ্রমিক। কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে, তাদের অনেকে এলাকা ছেড়েছেন। জিরো লাইন থেকে দেশের অভ্যন্তরে ১শ ৫০ গজের বাহিরে কাজ করার সুযোগ চেয়ে মানববন্ধন করেছে অসহায় দরিদ্র শ্রমিকরা।
বিকল্প কর্মসংস্থানের সুযোগ না থাকায়, সুনামগঞ্জের পাহাড়ী ও সীমান্তবর্তী ২৫ হাজার শ্রমিকের একমাত্র ভরসা ‘ধোপাজান চলতি নদী’। তবে, ৭ মাস ধরে নদীটি বন্ধ থাকায়, কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত তারা। স্থানীয় বিজিবি’র বাঁধার মুখে এখন কর্মহীন দরিদ্র অসহায় শ্রমিকরা।
কয়েক যুগ ধরে এই নদীতে দেশীয় পদ্ধতিতে হাত, বেলছা ও বারকি দিয়ে বালি ও পাথর আহরন করে জীবিকা নির্বাহ করে আসলেও, এখন নদীতে নামলেই দিচ্ছে না বিজিবি সদস্যরা। দেশীয় পদ্ধতিতে বালি পাথর উত্তোলনের জন্য তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানালেন, জেলা প্রশাসক। নদীর দু’পাড়ের শ্রমিকদেরকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিতে দ্রুত কার্যকরি পদক্ষেপ নেবে সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের।