অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে সারাদেশে বন্ধ হয়ে গেছে পণ্য পরিবহন
- আপডেট সময় : ০৭:৫৭:০০ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ট্রাক-কাভার্ডভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে সারাদেশে বন্ধ হয়ে গেছে পণ্য পরিবহন। আর অনেক জেলায় বন্ধ রয়েছে বাস চলাচল। এতে চরম দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা। বাড়তি ভাড়ার বিনিময়ে অন্য যানবাহনে করে অনেকে গন্তব্যে যাচ্ছেন।
৯ দফা দাবিতে পরিবহণ শ্রমিক ও মালিকদের একাধিক সংগঠনের ডাকা কর্মবিরতিতে স্থবিরতা নেমে এসেছে চট্টগ্রামের পণ্য পরিবহন ব্যবস্থায়। ব্যাহত হচ্ছে চট্টগ্রাম বন্দরের পণ্য ডেলিভারিসহ ১৮টি অফ-ডকের কার্যক্রম। দ্রুত দাবি আদায় না হলে কর্মসুচি আরো কঠোর হবারও হুঁশিয়ারি দেন তারা।
দিনাজপুরে সকালের দিকে দু-একটি ট্রাক ভ্যান চললেও বেলা বাড়ার সাথে তাও বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। এতে বিপাকে পড়েছে শীতের সবজিবাহী দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া ট্রাক-কভার্ড ভ্যানগুলো।
খুলনায় চলছে না কোনো পরিবহন। মঙ্গলবার দুপরে পরিবহণ মালিক-শ্রমিক নেতাদের সাথে জেলা প্রশাসনের বৈঠকে অভ্যন্তরীণ রুটে বাস চলাচলের সিদ্ধান্ত হয়। একারণে শত শত যাত্রী সোনাডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল, রয়্যাল ও শিববাড়ির মোড়ে এসে চরম ভোগান্তিতে পড়ে। বাস বন্ধ থাকায় ট্রেনে উপচে পড়া ভিড়।
পূর্ব ঘোষণা ছাড়াই বগুড়া থেকে ঢাকাসহ সকল রুটের কোচ ও বাস সার্ভিস এবং আন্তঃজেলা বাস ও বিভিন্ন রুটের ট্রাক চলাচল বন্ধ করে দেয়া হয়।
রংপুরে মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লার সড়কে কিছু বাস চলাচল করলেও বেশ কয়েকটি আঞ্চলিক সড়কে বন্ধ রয়েছে।
গাজীপুরে গণপরিবহন সংকটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। স্কুল কলেজ ও অফিসগামী যাত্রীরা পড়েন বিড়ম্বনায়। মাঝে মধ্যে দু একটা বিআরটিসি বাস চলাচল করছে।
নেত্রকোনায় বাস চলাচল বন্ধ থাকায় অনেকেই বিকল্প যানবাহনে গন্তেব্যে যাচ্ছে। এতে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা।
ময়মনসিংহ থেকে দূরপাল্লার সব ধরণের বাস, ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। নগরীর পাটগুদাম বাসস্ট্যান্ড ও মাসকান্দা আন্তঃজেলা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো ভারী যানবাহন ছেড়ে যায়নি।
নড়াইল থেকে দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। তবে বিভিন্ন সড়কে ভাড়ায় চালিত মোটর সাইকেল, নছিমন, করিমন, থ্রি-হুইলার চলাচল করলেও ভাড়া নিচ্ছে কয়েকগুন বেশি।
ঝালকাঠির আটটি রুটে দ্বিতীয় দিনের মত বাস চলাচল বন্ধ রয়েছে । এতে দুর্ভোগে যাত্রীরা।
সাতক্ষীরায় তৃতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রয়েছে। হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়েছেন। কেউ কেউ বিকল্প পন্থায় গন্তব্যে যাচ্ছে।
তৃতীয় দিনের মত ঝিনাইদহে আর দ্বিতীয় দিনের মতো শরীয়তপুরে চলছে পরিবহণ ধর্মঘট।