অনিয়মিত শিক্ষকদের শ্রেণীকক্ষে ফেরাতে কর্মঘণ্টা বেঁধে দিতে চায় ইউজিসি
- আপডেট সময় : ০২:১৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
শ্রেণিকক্ষের অনিয়মিত শিক্ষকদের ফেরাতে কর্মঘণ্টা বেঁধে দিতে চায় ইউজিসি। সপ্তাহে একজন শিক্ষককে ৪০ ঘণ্টা সময় দিতে হবে শিক্ষা ও গবেষণার কাজে।তবে ইউজিসির এমন উদ্যোগে আপত্তি তুলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
তারা বলছেন, এ ধরনের বাধ্যবাধকতা দেয়া হলে শিক্ষকদের সম্পর্কে নেতিবাচক বার্তা যাবে সমাজে।
দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কতজন শিক্ষকের প্রয়োজন, তা নির্ধারণে গত মাসে ‘টিচিং লোড ক্যালকুলেশন নীতিমালা-২০২২’অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি।
এই নীতিমালা অনুযায়ী সপ্তাহে একজন শিক্ষককে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কাজে ব্যয় করতে হবে ৪০ ঘণ্টা।
তবে এমন নিয়মের বেড়াজালে আটকাতে চান না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তারা বলছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে প্রয়োজনের তুলনায় ইউজিসি অতিরিক্ত শিক্ষক নিয়োগের অনুমোদন দেয়াতেই জটিলতা তৈরি হয়েছে।
আর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জানান, নিয়োগ পেয়েই দলবাজ শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক চেয়ারে বসে যান। একারণে শিক্ষা ও গবেষণা কাজে তারা সময় দিতে চান না।
যদিও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য বলছেন, সদিচ্ছা থাকলে একাডেমিক কমিটিগুলোই সংকট নিরসনে কঠোর ভূমিকা রাখতে পারে।