অনিয়মের কারণে বাতিল হওয়া গাইবান্ধা ৫ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে
- আপডেট সময় : ০২:২৭:০৩ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
অনিয়মের কারণে বাতিল হওয়া গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল সাড়ে ৮টায় শুরু হয়েছে ভোট চলবে সাড়ে ৪টা পর্যন্ত। শীতের কারণে ভোটার উপস্থিতি অনেক কম। ইভিএমের ধীরগতির কারণে ভোটাররা বিরক্তি প্রকাশ করছেন। তবে এখন পর্যন্ত কোন অনিয়ম পাওয়া যায়নি বলে জানাচ্ছে নির্বাচন কমিশন।
দেশের ইতিহাসে এই প্রথম একটি সংসদীয় আসনের সবগুলো কেন্দ্রে সিসি ফুটেজ দেখে ভোটগ্রহণ বন্ধ হওয়া উপনির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে। অনিয়ম ঠেকাতে এবারও ১৭ ইউনিয়নের ১৪৫টি ভোটকেন্দ্রের সবগুলোতেই স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। নির্বাচনের কাজে নিয়োজিত রয়েছেন বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
গত বছরের ২৩ জুলাই ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে শূন্য হয় আসনটি। গত ১২ অক্টোবর নানা অনিয়মের অভিযোগে গাইবান্ধা-৫ আসনের ভোট বাতিল করে নির্বাচন কমিশন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ প্রার্থী মাহমুদ হাসান রিপন, জাতীয় পার্টির এএইচএম গোলাম শহিদ রঞ্জু, বিকল্পধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাহবুবুর রহমান।