অনুকুল আবহাওয়া ও সঠিক পরিচর্যার কারনে এ বছর আমের বাগানে ব্যাপক মুকুল এসেছে
- আপডেট সময় : ০৭:৪৪:১১ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
অনুকুল আবহাওয়া ও সঠিক পরিচর্যার কারনে এ বছর আমের বাগানে ব্যাপক মুকুল এসেছে। কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে ভাল ফলন পাবার প্রত্যাশা করছেন বাগান মালিকরা। এখন হপার পোকার সংক্রমণ রোধ ও আমের গুটি যেন ঝরে না যায় সে লক্ষে গাছের পরিচর্যায় ব্যাস্ত সময় পার করছেন কৃষক।
মেহেরপুর জেলায় উৎপাদিত আমের মধ্যে হিমসাগর, বোম্বাই, ল্যাংড়া, আমরুপালী প্রসিদ্ধ। ফড়িয়ারা এখানকার উৎপাদিত আম কিনে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকে। এ বছর শীতের প্রকোপ তেমন হয়নি। এখনই রোদ্রের তাপ বেড়ে গেছে। আবহাওয়ার বৈরীতায় শিলাবৃষ্টি ও কালবৈশাখি ঝড় হলে আমের উৎপাদন ব্যাহত হতে পারে। তবে এবার যেভাবে মুকুল এসেছে তাতে প্রাকৃতিক দুর্যোগ না হলে বাম্পার ফলনের প্রত্যাশা করছেন আম বাগান মালিক ও ব্যাবসায়ীরা। কৃষি ভিভাগের হিসেব মতে এবার মেহেরপুর জেলায় ২হাজার ৩শ ৫০ হেক্টর জমিতে আমের বাগান রয়েছ।
পোকা দমনে বাগানে বাগানে বালাইনাশক স্প্রে করছেন শ্রমজীবিরা।
মেহেরপুর জেলার আম খেতে খুবই স্বসাধু। বিগত দশ বছরের থেকে এবার বেশি মুকুল এসেছে। আশা করছি বম্পার ফলন হবে। তবে সরকার অন্য চাষা-বাদে ভূর্তুকি দিলেও আম চাষে কোন ভূর্তুকি দেয়না। আবার আম পাড়ার ভরা মৌসুমে আমের দাম কমে যায়। সরকারের নিকট একটি কাঁচামাল সংরক্ষাণাগার স্থাপনের দাবি বাগান মালিকদের।
আম বাগান পরিচর্যা ও পোকামাকড় দমনে বালাইনাশক প্রযোগ করার পরামর্শ কৃষি বিভাগের।