অনুপ্রবেশকারীদের ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সর্তক অবস্থানে বিজিবি : স্বরাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫২৩ বার পড়া হয়েছে
অনুপ্রবেশকারীদের ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছে বিজিবি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সকালে চট্টগ্রামে সাতকানিয়ায় বাইতুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির ৯৮ তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজে এ কথা বলেন তিনি। এ সময় বিজিবি মহাপরিচালক বলেন, মিয়ানমার সীমান্ত বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। এর সাথে বাড়তি সতর্কতা হিসেবে সীমান্তে অতিরিক্ত সৈন্য মোতায়েন আছে। পরে মন্ত্রী চার সেরা রিক্রুটকে সম্মাননা স্মারক তুলে দেন।