অনুমতি না পেয়ে খুলনায় দলীয় কার্যালয়ের সামনে বিএনপি’র সমাবেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
মহাসমাবেশের অনুমতি না পেয়ে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করছে খুলনা মহানগর বিএনপি।
দুপুরে মহারাজ চত্বরে মহাসমাবেশের অনুমতি না পেয়ে কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। পরে পুলিশি বেরিকেডের মধ্যেই বেলা ৩টার পর শুরু হওয়া এই সমাবেশে ইতোমধ্যেই উপস্থিত হয়েছেন ৬ সিটির পরাজিত মেয়র প্রার্থী। বক্তব্য দিয়েছেন, ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী ইশরাক হোসেন ও তাবিথ আউয়াল। এদিকে, সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এজন্য শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ১৮ রুটে পরিবহন চলাচল বন্ধ করে দেয় খুলনা জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতি। যা আজ সন্ধ্যা ৬টায় প্রত্যাহার করা নেয়ার কথা রয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।