অনুমোদন না থাকায় সুপারসপ ইউনিমার্টকে ১ লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই
- আপডেট সময় : ০৭:৩৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
- / ১৭২৮ বার পড়া হয়েছে
রাজধানীর নিউ মার্কেটে ফলের দোকানে বিএসটিআইয়ের ভ্রাম্যমান ল্যাবের পরীক্ষায় ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি। এতে বিষাক্ত রাসায়নিক না পাওয়ায় খুশি দোকানদাররা। এদিকে, অনুমোদন না থাকায় সুপারসপ ইউনিমার্টকে ১ লাখ টাকা জরিমানা করেছে সংস্থাটি।এ সময় ১২টি পন্য দোকান থেকে সরিয়ে ফেলার নির্দেশনা দেয়া হয়।
নিউ মার্কেটের কাঁচা বাজারের বিভিন্ন দোকান থেকে ফল সংগ্রহ করে বিষাক্ত রাসায়নিক পরীক্ষা করে বিএসটিআইয়ের ভ্রাম্যমান ল্যাব। তবে কোনো ধরনের রাসায়নিক ও ফরমালিনের অস্তিত্ব পায়নি সংস্থাটি। এতে খুশি দোকানদাররা।
পরে রাজধানীর ধানমণ্ডির সুপারসপ ইউনিমার্টে ঝটিকা অভিযান চালায় বিএসটিআই’র ভ্রাম্যমান আদালত । এ সময় চকলেট, শ্যাম্পু, নুডুলস ও বিস্কুটসহ প্রায় ২৫ ধরনের নমুনা সংগ্রহ করে সংস্থাটি।
এ সময় অনুমোদনপত্র দেখাতে না পারায় ১ লাখ টাকা জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে।
রোজায় ভেজাল বিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান বিএসটিআই উপ-পরিচালক রিয়াজুল হক।