অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনাজপুর জেলা আ’লীগের সম্মেলন
- আপডেট সময় : ০৬:২৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
- / ১৬৭৯ বার পড়া হয়েছে
প্রায় ১০ বছর পর ২৮ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন।এ উপলক্ষে অন্যান্য জেলায় দেখা দিয়েছে সাজ সাজ। কাংখিত পদ পেতে ক্ষমতাসীন দলের নেতা কর্মীদের মধ্যে চলছে জোর লবিং। যোগ্য ব্যক্তিরাই পাবেন দলের নেতৃত্ব, এমন প্রত্যাশা তৃণমূলের। এদিকে, সাড়ে সাত বছর পর আগামীকাল ২৮ নভেম্বর জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনকে ঘিরে দিনাজপুরের স্থানীয় নেতারা বলছেন, সম্মেলনকে কেন্দ্র করে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে। কোন অবস্থাতেই যেন দলের কোন পদে স্বাধীনতা বিরোধী কোন ব্যক্তি যাতে পদ না পায়। সেদিকে লক্ষ্য রাখতে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
দলে বিভিন্ন পদ প্রত্যাশী নেতারা জানালেন, দায়িত্ব পেলে সংগঠনরে জন্য নিজেকে উৎসর্গ করবেন।
জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি জানালেন, দলে অনেক নবীন প্রবীণ নেতা আছে। সবার সমন্বয়ে আগামী নির্বাচনে দলকে বিজয়ী করতে কাজ করতে চান তিনি।
দীর্ঘদিন ধরে নানামুখী মত ও পথে বিভক্ত দিনাজপুর জেলা আওয়ামী লীগ। এই বিভক্তিকে দূর করে আগামীতে দল সুসংগঠিত হবে এমন প্রত্যাশা তৃণমূল নেতা কর্মীদের।
জামালপুর জেলা আওয়ামীলীগের সম্মেলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে নেতাকর্মীদের মাঝে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিক নির্দেশনায় সম্মেলনে নতুন নেতৃত্বের আসবে বলে জানান স্থানীয় নেতাকর্মীরা। এদিকে সম্মেলনের মাঠ ব্যানার ফেস্টুনে ভরে গেছে। প্রস্তুত করা হয়েছে মঞ্চ।
আর এ সম্মেলনের মাধ্যমে জেলা আওয়ামী লীগ তৃণমূল পর্যায়ে আরো শক্তিশালী হবে বলে জানান জেলা আওয়ামী লীগ সভাপতি।
এর আগে ২০১৫ সালের ২০ মে জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।