অন্তবর্তী জামিন পেলেন বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪
- / ১৮১৯ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীকে নিয়ে মানহানিকর বক্তব্যের মামলায় অন্তবর্তী জামিন মঞ্জুর পেয়েছেন আবু সাঈদ চাঁদ। দুপুরে নাটোর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন।
আদালত ১৫ হাজার টাকা জামানত মুচলেকায় আসামী চাঁদকে জামিন মঞ্জুর করেন। জামিন আবেদন করলে বিচারক মোঃ রওশন আলম বাদী পক্ষের আইনজীবী ও আসামীপক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শোনেন। আসামী পক্ষের আইনজীবী শরিফুল হক মুক্তা জানান,২০২৩ সালের ১৯ মে বিকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মানহানিকর বক্তব্যের অভিযোগ এনে নাটোর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২০২৩ সালের ২৪ মে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বাদি হয়ে একটি মামলা রুজু করেন।