অন্য দেশের তুলনায় দেশে করোনা নিয়ন্ত্রণে আছে: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৩:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, অন্য দেশের তুলনায় দেশে করোনা নিয়ন্ত্রণে আছে। মানুষের জীবন ও জীবিকার তাগিদেই ১৯ দিনের বিধিনিষেধ তুলে নেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি, টিকা আর মাস্কের উপরই এখন ভরসা করতে হবে।
মন্ত্রী বলেন, আমরা এখন করোনার দুর্যোগে আছি। পুরো পৃথিবী এই দুর্যোগে আক্রান্ত হয়েছে। মারা গিয়েছে ৪০ লক্ষাধিক মানুষ । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে টিকা কার্যক্রম বেগবান করা হচ্ছে। জীবন-জীবিকার তাগিদে সব খুলে দেয়া হলেও মনে রাখতে হবে জীবনের মূল্য অনেক বেশি।