অপরাধী যতই ক্ষমতাধর হোক আইনের আওতায় আসতে হবে :ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:২৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
অপরাধীর কোন দলীয় পরিচয় নেই, যতই ক্ষমতাধর হোক তাকে আইনের আওতায় আসতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে শুদ্ধি অভিযান শুরু করেছেন তা চলমান রয়েছে বলেও জানান তিনি।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত করোনার রেড জোনভুক্ত জেলা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার বিভিন্ন হাসপাতালে উন্নতমানের ভাইরাস প্রতিরোধী সামগ্রী প্রতিনিধিদের মাধ্যমে বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে একথা বলেন তিনি। স্বাস্থ্যখাতে যারা অনিয়ম করছে, করোনা চিকিৎসার নামে অনৈতিক ব্যবসা করছে, তাদের বিরুদ্ধে অভিযান চলছে জানিয়ে তিনি আরো বলেন, এসব অনিয়ম অন্য কেউ ধরিয়ে দেয়নি। সরকার নিজেই ধরেছে। এই অনিয়ম ধরতে সরকার কঠোর বলেও জানান ওবায়দুল কাদের। হাসপাতালে নমুনা পরীক্ষার ভুয়া সনদ, প্লাজমা ডোনেশন, সুরক্ষা সামগ্রী ক্রয়, হাসপাতালের যন্ত্রপাতি সংগ্রহসহ স্বাস্থ্যখাতে নানান অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের শুদ্ধি অভিযান শুরু হয়েছে এবং তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।