অপরিকল্পিতভাবে দু’শো গজের মধ্যে তিনটি ব্রিজ নির্মাণ
- আপডেট সময় : ১২:৩৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
শেরপুরের নকলায় অপরিকল্পিতভাবে দু’শো গজের মধ্যে তিনটি ব্রিজ নির্মাণে সমালোচনার ঝড় উঠেছে। এবারের বন্যায় একটি ভেঙে গেলও বাকী দুটির সংযোগ সড়কসহ সেগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। স্থানীয়রা বলছেন, অযথা তিনটি ব্রিজ নির্মাণে সরকারের প্রায় কোটি টাকার অপচয় হয়েছে। এদিকে, নতুন রাস্তাসহ আরেকটি ব্রিজ নির্মাণের কথা ভাবছেন উপজেলা প্রশাসন।
একটি ব্রিজ থাকার পরও নকলার চরমধূয়া নামাপাড়ায় অপরিকল্পিতভাবে আরো দুটি ব্রিজ নির্মাণ করা হয়েছে। তবে কোনোটিই মজবুত না হওয়ায় বেশিদিন টেকসই হয়নি। নির্মাণের কয়েক মাস যেতে না যেতেই বন্যায় একটি ব্রিজ ভেঙে যায়। ফাটল ধরে আরেকটিতে; আর সেই সঙ্গে ধসে যায় তিনটি ব্রিজের সংযোগ সড়কের মাটিও। এতে সরকারের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। ব্রিজ ও রাস্তা ধ্বসে যাওয়ায় দুধে রামচর, চরমধূয়া নামাপাড়া, কাজিয়ারচর এবং জামালপুরসহ প্রায় আট গ্রামের মানুষ পড়েছে চরম ভোগান্তিতে।
স্থানীয় সাংসদ ও সাবেক কৃষিমন্ত্রীর বেগম মতির চৌধুরীর সঙ্গে পরামর্শ করে নতুন রাস্তাসহ আরেকটি ব্রিজ নির্মাণের কথা জানালেন এই কর্মকর্তা।
শিগগিরই যাতায়াতের জন্য রাস্তাটি সংস্কারের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যাতায়াত নির্বিঘ্ন করতে এবার আশ্বাস নয়, উদ্যোগ দেখতে চান স্থানীয়রা।