অপরিবর্তিত সিলেটের বন্যা পরিস্থিতি
- আপডেট সময় : ০৭:১৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
- / ১৬৯৭ বার পড়া হয়েছে
সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। পানিতে ভাসছে নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনা। উপশহরেও একতলা দালানের ছাদ ছুঁইছুঁই করছে পানি। জেলা প্রশাসক বলছেন, বানভাসিদের উদ্ধার ও ত্রান তৎপরতায় তাদের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী,নৌবাহিনী ও কোস্টগার্ড। এদিকে, ভারি বর্ষন ও উজানের পাহাড়ি ঢলে মৌলভীবাজারে ৪৬টি ইউনিয়নে ৪’শ গ্রামে নতুন করে আড়াই লাখ লোক পানিবন্দী হয়েছেন।
এটি কোন নদী, জলাশয় বা সাগরের দৃশ্য নয়। সিলেট রেল স্টেশন এলাকা এটি। মহানগরীর অভিজাত এলাকা থেকে শুরু করে শহর-গ্রাম একাকার হয়ে যেন সাগরে পরিণত হয়েছে। স্মরণকালের ভয়াবহ বন্যা তছনছ করে দিয়েছে সাজানো গোছানো জীবন। চার দিকে শুধু পানি আর পানি। নিমজ্জিত বিদ্যুৎবিহীন শহর রাতে বিভিষীকাময় হয়ে পড়ে। পানিবন্দী মানুষের আহাজারিতে ভারি হয়ে উঠেছে সিলেটের আকাশ-বাতাশ।
ব্যাংকের এটিএম বুথ পানিতে নিমজ্জিত। বন্যার পানি কিছুটা নেমেছে সিলেট ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতাল থেকে। তবে, বিদ্যুৎ না থাকায় সেবা বিঘ্নিত হচ্ছে।
সেনাবাহিনী, নৌ-বাহিনী, বিজিবি, কোস্ট গার্ড ও পুলিশ বন্যা কবলিত সিলেটের বিভিন্ন এলাকা থেকে প্রায় দেড় হাজার মানুষকে উদ্ধার করেছে।
শহর থেকে পানি কিছুটা নামলেও বন্যা ছড়িয়ে পড়েছে পুরো সিলেট বিভাগে।