অবরোধের প্রথম দিনে আগের তুলনায় বেশি গণপরিবহন চলাচল করেছে রাজধানীতে
- আপডেট সময় : ০৭:২৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
- / ১৭৫৫ বার পড়া হয়েছে
সপ্তম দফা অবরোধের প্রথম দিনে সকাল থেকেই রাজধানীতে আগের তুলনায় বেশি গণপরিবহন চলাচল করেছে। সেই সাথে সীমিত পরিসরে ঢাকা ছেড়ে গেছে দূরপাল্লার বাস। অবরোধের সমর্থনে রাজধানীতে মিছিল করেছে বিএনপি, সমমনা দল ও জোট এবং জামায়াতে ইসলামী। বনানীতে মিছিল শেষে দলের নেতা রুহুল কবীর রিজভী বলেন, বর্তমান সরকারের পক্ষ নিয়ে ভারত বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে।
সপ্তম দফা অবরোধের প্রথম দিনে রাজধানীতে গণপরিবহন চলাচল অনেকটাই স্বাভাবিক। যাত্রী সংকট নিয়েই ছেড়েছে দূরপাল্লার বাস। অবরোধের প্রথম দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকালে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক সড়কে বের হওয়া মিছিলটি বনানী মাঠ হয়ে কাকলীতে শেষ হয়। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের অবস্থানের সমালোচনা করে এসময় রুহুল কবির বলেন, ‘ভারত সরকার ও তাদের দেশের রাজনীতিবিদদের বোঝা উচিত, বাংলাদেশের জনগণ কেন তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে।
ঝটিকা মিছিল করে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। মিছিলটি মোতালেব প্লাজা থেকে শুরু হয়ে প্রিয় প্রাঙ্গণের সামনে শেষ হয়। এ ছাড়াও নগরীর বিভিন্ন এলাকায় মিছিল করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিজয়নগর, পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে যুগপৎ আন্দোলনে থাকা এলডিপি,গণতন্ত্র মঞ্চ, গণঅধিকার পরিষদসহ সমমনা দল ও জোট নেতারা। রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করে জামায়াতে ইসলামী।