অবশেষে আবারো প্রাণ ফিরে পেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
অবশেষে আবারো প্রাণ ফিরে পেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দীর্ঘ দেড় বছর পর শিক্ষার্থীদের স্বশরীরে ক্লাস শুরু হয়েছে।
সকালে শাটল ট্রেনে চড়ে শিক্ষার্থীরা ক্লাস করতে এসেছে। সকাল দশটায় বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তবে প্রথমদিন বেশিরভাগ বিভাগে ক্লাস অনুষ্ঠিত হয়নি। পুরনো স্মৃতি আর প্রিয় মানুষদের কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে পরেন শিক্ষার্থীরা। করোনার ক্ষতি পুষিয়ে নিয়ে আবারো পড়াশুনা শুরু করতে চায় শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে টিকা প্রদান করা হচ্ছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।