অবশেষে ইলেকটোরাল ভোটে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হলো জো বাইডেনের জয়
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অনেক নাটকীয়তার পর অবশেষে ইলেকটোরাল ভোটে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হলো ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের জয়।
এই জয়কে জনগণের ইচ্ছার বিজয় বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ডেলাওয়ার অঙ্গরাজ্যে আনুষ্ঠানিক জয় নিশ্চিত হওয়ার পর এক ভাষণে এই মন্তব্য করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির জনগণ ভোট দিলেও চূড়ান্ত ফলের ভোট দিয়ে থাকেন ইলেকটোরাল কলেজের ভোটাররা। এই সংখ্যা ৫৩৮। জো বাইডেন পেয়েছেন তাদের ৩০৬টি ভোট আর বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঝুলিতে পড়েছে ২৩২ টি। নির্বাচনের ভোট গণনা শুরুর পর থেকেই নানা অনিয়মের অভিযোগ করে আসছিলেন ট্রাম্প। বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ভোট কারচুপির অভিযোগে তার করা মামলাগুলো খারিজ হয়ে গেছে।