অবশেষে চালু করা হয়েছে ফেনী জেনারেল হাসপাতালের কিডনি ডায়ালাইসিস সেন্টার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
এসএটিভিতে সংবাদ প্রচারের পর আড়াই মাস বন্ধ থাকার পর বহু প্রতিক্ষিত ফেনী জেনারেল হাসপাতালের কিডনি ডায়ালাইসিস সেন্টারটি অবশেষে চালু করা হয়েছে।
সকাল থেকে ওই সেন্টারে হতদরিদ্র, নিম্ন ও মধ্যবিত্ত রোগীদের সেবা নিতে দেখা গেছে। গত ১০ জানুয়ারী” দীর্ঘদিন বন্ধ কিডনি ডায়ালাইসিস সেন্টার” শীর্ষক সংবাদটি এসএটিভিতে সম্প্রচার করা হয়। সংবাদ প্রচারের পর ফেনী জেলা জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।একপর্যায় সংবাদটি মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের নজরে এলে দ্রুত সমস্য সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়।এসময় যে রিএজেন্ট না থাকায় যে বিভাগটি বন্ধ থাকে, সেটি ঠিক করে পাঠানো হয়। রক্ত পরিশোধন কেন্দ্রে বর্তমানে ১০শয্যা করে ৩ শিফটে ৩০ জন রোগীর নিয়মিত ডায়ালাইসিস নিতে পারবে। একজন কনসালটেন্টসহ দু’জন মেডিকেল অফিসারের অধীনে ৯ জন নার্স শিফট অনুযায়ী কর্মরত রয়েছেন সেন্টারটিতে।