অবশেষে বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার করতে যাচ্ছে ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকার
- আপডেট সময় : ০২:৫৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
অবশেষে বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার করতে যাচ্ছে ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকার। গত প্রায় এক বছর ধরে ওই আইন নিয়ে আন্দোলন করছিলেন কৃষকরা। শুক্রবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
যে কৃষি আইন কার্যকর করা নিয়ে অনড় ছিল ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার। সেই অবস্থান থেকে সরে আসছে তারা।কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দেয়ার সময় অনেকটা আক্ষেপের সুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘‘আমাদের উদ্দেশ্য সৎ ছিল। কিন্তু কৃষি আইনের সুফলের কথা কিছু কৃষককে আমরা বোঝাতে পারিনি।’’আন্দোলনের পথ ছেড়ে কৃষকদের আবারও চাষাবাদে ফেরার আহ্বান জানান নরেন্দ্র মোদি। বলেন, ‘‘এখন কাউকে দোষারোপের সময় নয়।’’এর আগে তিনটি বিতর্কিত কৃষি আইন স্থগিত রাখার জন্য কেন্দ্রীয় সরকারকে স্পষ্ট নির্দেশনা দেয় ভারতের শীর্ষ আদালত।বিতর্কিত তিনটি কৃষি বিলের বিরুদ্ধে ভারতজুড়ে কৃষক বিক্ষোভ শুরু হয়।বিক্ষোভে ঘটে প্রাণহানির ঘটনাও। তবুও রাজপথ ছাড়েননি কৃষকরা। দফায় দফায় বৈঠক হয়েছে কেন্দ্রীয় কমিটির সঙ্গে তবে বিষয়টির সুরাহা হয়নি। অবশেষে তাদের সেই আন্দোলন সফল হতে চলেছে।