অবশেষে রংপুর নগরীর শ্যামাসুন্দরী খাল খননে উদ্যোগী হয়েছে প্রশাসন
- আপডেট সময় : ০৩:৫৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
অবশেষে রংপুর নগরীর শ্যামাসুন্দরী খাল খননে উদ্যোগী হয়েছে প্রশাসন। ১৩০ বছরের ঐতিহ্যবাহী খালটির সীমানা নির্ধারণের মধ্য দিয়ে শুরু হলো পুনরুদ্ধার কার্যক্রম।
নগরীর সিও বাজারে ঘাঘট নদী থেকে ১৬ কিলোমিটার প্রবাহিত হয়েছে শ্যামাসুন্দরী খাল। নগরীর পুরনো ১৫টি ওয়ার্ড ছুয়ে প্রবাহিত খালটি মিলেছে খোকসা ঘাঘট নদীতে। কিন্ত দখল -দূষণে নগরবাসীর দূর্ভোগে পরিণত হয় খালটি। ঐতিহ্যের শ্যামানুন্দরীকে রক্ষার জন্য অনেক আন্দোলন হয়েছে বিগত বছরগুলোয়। কিন্তু দেখার যেন কেউ ছিল না।
নগরবাসীর দীর্ঘ দিনের চাওয়া বাস্তবায়নে অবশেষে উদ্যোগী হয়েছে প্রশাসন। বুধবার সীমানা নির্ধারণের মাধ্যমে প্রবাহ ফিরিয়ে আনা, ওয়াকওয়ে নির্মাণ ও সৌন্দর্য্যবর্ধন কর্মসূচির উদ্বোধনী সভায় এই উদ্যোগকে স্বাগত জানান সবাই।
পানি উন্নয়ন বোর্ড ও এলজিআরডি মন্ত্রনালয়ের অর্থায়নে রংপুর সিটি কর্পোরেশন এ কাজ বাস্তবায়ন করবে। ম্যালেরিয়া থেকে প্রজাদের বাঁচাতে ১৮৯০ সালে তৎকালীন পৌরসভা চেয়ারম্যান ও ডিমলা রাজা জানকি বল্লব সেন মা শ্যামাসুন্দরীর নামে খালটি খনন করেন। সেই থেকে নগরবাসী একমাত্র পানি নিষ্কাশন পথ এই শ্যামাসুন্দরী খাল।