নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সরকারের প্রতি যুক্তরাষ্ট্রর আহ্বান : পিটার হাস
- আপডেট সময় : ০১:৫২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
- / ১৭৮৩ বার পড়া হয়েছে
সহিংসতা নয় বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
তিনি আরও জানান, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না ওয়াশিংটন। নির্বাচন কমিশন, সুশীল সমাজ ও গণমাধ্যম- সবারই স্বচ্ছতা থাকা দরকার। এসময় নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে বলেই প্রত্যাশা করেন তিনি। এই অঙ্গীকার নিয়েই নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হয়। এরই অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। এর আগে, গেলো মাসে দুদফায় বিএনপির সঙ্গে বৈঠক করেছেন পিটার হাস।