অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে পাঁচ বাংলাদেশীকে আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
- / ১৭৮৭ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে পাঁচ বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।
গেলো রাতে নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন পঞ্চগড়ের মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে আটককৃতরা। এসময় বিজিবি সদস্যরা খবর পেয়ে তাদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন, নীলফামারীর ডোমার এলাকার নন্দ কিশোর রায়, পরিমল রায়, নিত্যানন্দ রায়, সঞ্জয় চন্দ্র এবং কল্যাণ রায়। সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিজিবি। নীলফামারি ৫৬ বিজিবি জানায়, সীমান্ত এলাকা দিয়ে প্রতিবেশী দেশ ভারতে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে।