অবৈধ দখলদারদের দায়িত্ববোধ থাকে না দেশের প্রতি : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৪৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবৈধ দখলদার সরকারের দেশ ও মানুষের প্রতি কোন দায়িত্ববোধ থাকেনা। বিএনপি-জামায়াত জোট সরকারের লোভ ছিলো শুধু ক্ষমতার প্রতি। আর, আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে বলেই দেশ এগিয়ে যায়। সকালে ভূমি মন্ত্রণালয়ের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো বলেন, আদর্শ, নীতি আর সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করছে তাঁর দল।
ভূমি কর, খতিয়ান সংগ্রহের মতো কাজে এখন দেশের কোন প্রান্তের মানুষকে ভোগান্তি পোহাতে হবে না। ঘরে বসে প্রযুক্তির সহায়তায় নিমেষেই দেয়া যাবে ভূমি কর, পাওয়া যাবে এ সংক্রান্ত সব তথ্য। ডিজিটাল বাংলাদেশের ধারাবাহিকতায় ভূমি মন্ত্রনালয়েও লেগেছে আধুনিকতার ছোঁয়া। শুরু হলো অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ ও ভূমি ডাটা ব্যাংকের যাত্রা।
বুধবার সকালে নতুন ভবনসহ ভূমি মন্ত্রণালয়ের কয়েকটি মেগা উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় তিনি জানান, ভূমি নিয়ে জনগনের দ্বন্দ্ব ও সমস্যা নিরসন করতে হবে। এ সংক্রান্ত সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে তার সরকার।
দ্রুত নগরায়ন ও উন্নয়নের জন্য যেন বন ও কৃষি জমি ধংস না হয় সেদিকে লক্ষ্য রেখে পরিকল্পনা ও বাস্তবায়নের তাগিদ দেন সরকার প্রধান।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিএনপি জামায়াত মানুষের জন্য কাজ করে না, সন্ত্রাস, জঙ্গি সৃষ্টিই তাদের কাজ।
সরকার সুদুরপ্রসারী পরিকল্পনা আর আন্তরিকতার সাথে কাজ করছে বলেই করোনার দীর্ঘমেয়াদী সংকটেও দেশ এগিয়ে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।