অবৈধ বিদ্যুৎ ও গ্যাস সংযোগের কারণেই বারবার আগুনে পুড়ে ছাই হচ্ছে মহাখালীর সাততলা বস্তি
- আপডেট সময় : ০৭:৫২:২২ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
অবৈধ বিদ্যুৎ ও গ্যাস সংযোগের কারণেই বারবার আগুনে পুড়ে ছাই হচ্ছে রাজধানীর মহাখালীর সাততলা বস্তি। সোমবার ভোররাতে আগুন ধরে তিনশোর বেশি ঘর পুড়ে যাওয়ায় মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন কয়েক হাজার মানুষ। ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর সাথে কথা বলে এই অভিযোগ জানা যায়। এদিকে ঢাকা উত্তরের মেয়র জানান, প্রতিটি বস্তিতেই রয়েছে অবৈধ ইউটিলিটি সার্ভিস, যার ফলে ঘটে এমন দূর্ঘটনা। তবে প্রতিবারের মতো তদন্তে গঠন করা হয়েছে কমিটি।
পরিশ্রান্ত শরীর যখন গভীর ঘুমে বিভোর,ঠিক তখনই আগুনের লেলিহান শিখায় পুড়ে অঙ্গার রাজধানীর মহাখালীর সাততলা বস্তির একের পর এক ঘর।
ফায়ার স্টেশনের মোট ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল সাড়ে ৬টার দিকে আগুন নেভানো সম্ভব হয়।
তবে এই সময়ের মধ্যে সহায়-সম্বল হারিয়ে নি:শেষ হয়ে যায় কয়েকশ পরিবার। তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিলনা, বস্তির অসহায় বাসিন্দাদের।
আগুন লাগার কারণ জানতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতেও বলা হয়।
এদিকে পুড়ে যাওয়া বস্তি দেখতে আসেন ঢাকা উত্তরের মেয়র। পরিদর্শন শেষে তিনি জানান, প্রতিটি বস্তিতেই রয়েছে অবৈধ ইউটিলিটি সার্ভিস, যার ফলে ঘটে এমন দূর্ঘটনা।
গেল ২০ নভেম্বরও এই বস্তিতে আগুন লেগেছিল। কিন্তু, ঠিক কী কারণে বার বার জ্বলে এই আগুন, তা থেকে যায় অজানাই।