অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৪৪ জন আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৪৪ জনকে আটক করেছে বিজিবি।
সকালে উপজেলার মাটিলা ও যাদবপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। বিজিবি জানায়, মাটিলা গ্রাম থেকে ৩৩ জন ও যাদবপুর সীমান্ত থেকে ১৩ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের মহেশপুর থানায় পাঠানো হয়েছে। আটককৃতরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।