অব্যাহত দূষণ আর দখলে সংকটে পড়েছে নরসিংদীর ঐতিহ্যবাহী হাঁড়িধোয়া নদী
- আপডেট সময় : ০১:৫৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
- / ১৬৪২ বার পড়া হয়েছে
অব্যাহত দূষণ আর দখলে সংকটে পড়েছে নরসিংদীর ঐতিহ্যবাহী হাঁড়িধোয়া নদী। শিল্পপ্রতিষ্ঠানগুলোতে বর্জ্য শোধনাগার থাকলেও চালু না রাখার অভিযোগ স্থানীয়দের। এতে বিপর্যয়ের মুখে পড়েছে এলাকার কৃষিজমি, পরিবেশ ও জীব বৈচিত্র্য। সম্প্রতি দেশের ৫৬টি প্রধান নদ-নদীর ওপর করা এক গবেষণার তথ্য বলছে, দেশের সবচেয়ে দূষিত ৩টি নদীর মধ্যে নরসিংদীর হাঁড়িধোয়া একটি।
নরসিংদী শহর ঘেষে বয়ে যাওয়া হাঁড়িধোয়া নদী এক সময় ছিলো ব্যবসা বাণিজ্যের মুল চালিকা শক্তি। কিন্তু দীর্ঘদিন ধরে নদীর পাড়ে অবস্থিত শিল্পকারখানার নিক্ষিপ্ত বিষাক্ত বর্জ্যে দূষিত হয়ে কালচে বর্ণ ধারণ করেছে এই নদের পানি। দখল আর নিক্ষিপ্ত এসব বর্জ্যরে প্রভাবে বর্তমানে মরা খালে পরিণত হয়েছে, পাল্টে গেছে নদীর চিত্র।
সরকারি বিসিক শিল্পনগরীসহ বেশ কিছু সংখ্যক বৃহৎ শিল্পকারখানায় বর্জ্য শোধনাগার স্থাপন করলেও এসব চালু না রেখে অপরিশোধিত বিষাক্ত বর্জ্য সরাসরি ফেলছে নদীতে। এতে বিপন্ন হয়ে পড়েছে নদীতে জীব বৈচিত্র্যের অস্তিত্ব।
পরিবেশ অধিদপ্তরের উদাসীনতার কারণেই নদী দূষণসহ এলাকার পরিবেশ মারাত্মক বির্পযয়ের দিকে পৌঁছাচ্ছে বলে দাবী পরিবেশ আন্দোলনকারীদের।
পরিবেশ অধিদপ্তর বলছে, জনবল সংকট থাকায় শতভাগ নজরদারি করা সম্ভব না হলেও দায়ী কারখানাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় ১২৭টি শিল্পপ্রতিষ্ঠানে বর্জ্যশোধনাগার (ইটিপি) থাকার কথা থাকলেও রয়েছে ১১২ টি প্রতিষ্ঠানে। এর মধ্যে নির্মানাধীন রয়েছে ৮টি প্রতিষ্ঠানে।