অভিনয় শিল্পীদের অনৈতিক-অসামাজিক কর্মকান্ডের জন্য আত্মমর্যাদার প্রতি উদাসীনতাই দায়ী
- আপডেট সময় : ০১:৫৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
অভিনয় শিল্পীদের অনৈতিক ও অসামাজিক কর্মকান্ডে জড়িত হওয়ার পেছনে তাদের আত্মমর্যাদার প্রতি উদাসীনতাই অনেকটা দায়ী বলে মনে করেন চলচ্চিত্র সংশ্লষ্টিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্লাটফর্মে নিয়ন্ত্রণহীন বিচরণও এখন প্রকৃত শিল্পী বাছাইয়ের পথে বাধা বলে ব্যক্ত করেন, শিল্পী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক। সম্প্রতি কয়েকজন মিডিয়াকর্মীর নানারকম অনৈতিক কর্মকান্ডের ঘঠনা ফাঁস হওয়ার পর এমন মন্তব্য করেন তারা।
চিত্রনায়িকা পরীমণি, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, মরিয়ম আক্তার মৌ এবং প্রযোজক নজরুল ইসলাম রাজ। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও আটকের পর সারাদেশে আলোচিত-সমালোচিত এখন তাদের অনৈতিক সব কর্মকান্ড।
এতে অনেকটাই বিব্রত নির্মাতা ও অভিনয় শিল্পীদের পাশাপাশি চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তারা জানান, এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্লাটফর্ম নিয়ন্ত্রণ ও সংগঠনের সদস্য হওয়া জরুরী।
নিজেকে শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করতে অভিনয় ও সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করার প্রতি গুরুত্বারোপ করেন এই চলচ্চিত্র অভিনেত্রী।
এছাড়া নতুন শিল্পীদের ধৈর্য ধারনের মানষিকতার পাশাপাশি টিকে থাকার প্রস্তুতি নিয়ে অভিনয় কিংবা মডেলিংয়ে আসার পরামর্শ তাদের।