অভিবাসীরা এখনো লাঞ্ছনার শিকার : জাতিসংঘের মহাসচিব
- আপডেট সময় : ০৭:৫৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
- / ১৬৮৮ বার পড়া হয়েছে
অভিবাসীরা এখনো লাঞ্ছনার শিকার বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। একইসঙ্গে তারা অসমতা, বিদেশাতঙ্ক ও বর্ণবাদের শিকার হচ্ছেন বলে মত তাঁর।
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এ কথা বলেন। জাতিসংঘ মহাসচিব বলেন, সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় অনেক অভিবাসী আয়-রোজগারহীন বা আশ্রয়হীন অবস্থায় আটকা পড়েছে। দেশে ফেরার সুযোগ বন্ধ হওয়ায় পরিবার বিচ্ছিন্ন অবস্থায় তারা অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছে। যদিও মহামারির পুরো সময়জুড়েই অভিবাসীরা সর্বত্র সমাজকে সমৃদ্ধ করেছে এবং বিজ্ঞানী, স্বাস্থ্যসেবাদাতা ও জরুরি পরিষেবা কর্মী হিসেবে প্রায় ক্ষেত্রেই অভিবাসীরা রয়েছেন সম্মুখ সমরে। আন্তর্জাতিক অভিবাসী দিবসে নিরাপদ ও মর্যাদাপূর্ণ অভিবাসন নিশ্চিতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন জাতিসংঘ মহাসচিব। বলেন, অভিবাসনের ব্যাপারে আরও কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা ও সহানুভূতিশীল পদক্ষেপ প্রয়োজন। গেলো বছর প্রায় ২৮ কোটিরও বেশি অভিবাসী দেখেছে বিশ্বের বিভিন্ন দেশ।