অভিযোগ ও বৈরি আবহাওয়ার মধ্যেই চলছে সিলেট সিটি নির্বাচনের ভোটগ্রহণ
- আপডেট সময় : ০২:১৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
অভিযোগ ও বৈরি আবহাওয়ার মধ্যেই চলছে সিলেট সিটি নির্বাচনের ভোটগ্রহণ। জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম অভিযোগ করেন,
নৌকার প্রার্থী পেশীশক্তি ব্যবহার করে তার এজেন্টদের বের করে দিয়েছেন। পাশাপাশি ইভিএমের জটিলতার কথাও তুলে ধরেন তিনি। তবে এসব অভিযোগ নাকচ করে আওয়ামী লীগ মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ভোট সুন্দর ও সুষ্ঠু হচ্ছে।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৪২ ওয়ার্ডে ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন ভোটার নগর প্রধান নির্বাচনে ১৯০ কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। কিন্তু বৈরি আবহাওয়া ও শক্ত প্রতিদন্ধি না থাকায় ভোটার কেন্দ্রে কেন্দ্রে উপস্থিতি কম দেখা যায়।
যদিও সকাল থেকে বিরোধী প্রার্থীদের এজেন্ট ও ভোটারদের কেন্দ্র থেকে বের করে দেয়া, ইভিএম জটিলতার অভিযোগ করে বিরোধী প্রার্থীরা।
ইভিএমে ভোট দেয়া নিয়ে ভোটারদের মাঝেও দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া।
সকালে নগরীর ৯ নাম্বার ওয়ার্ডে আনন্দ নিকেতন বিদ্যালয়ে ভোট দেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল। তিনি অভিযোগ করেন, নৌকার প্রার্থী পেশি শক্তি প্রয়োগ করে তার এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেন।
নগরীর শাহজালাল জামেয়া ইসলামীয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট দিয়ে আওয়ামী লীগ মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, বিরোধী প্রার্থীদের অভিযোগ ভিত্তিহীন।
১৩২ কেন্দ্র ঝুঁকিপুর্ণ হওয়ায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে মাঠে ২ হাজার ৬ শতাধিক পুলিশসহ ৫২টি ভ্রাম্যমাণ আদালত, ১০ ব্যাটেলিয়ান বিজিবি, ১৫টি স্ট্রাইকিং ফোর্স, ৬টি রিজার্ভ ফোর্স মোতায়েন করা হয়েছে।
২০০২ সালে সিলেট সিটি প্রতিষ্ঠার পর সব ওয়ার্ডে এবারই প্রথম ইভিএমে হচ্ছে ভোট।