অভিশাপ হয়ে দাঁড়িয়েছে ডাকাতিয়া বিল
- আপডেট সময় : ১২:১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬৭৭ বার পড়া হয়েছে
স্থায়ী জলাবদ্ধতা আর পানি নিষ্কাশন না করায় তলিয়ে আছে খুলনা-যশোরের ৫ উপজেলার ২ লাখ একর জমির ডাকাতিয়া বিল। ফসল উৎপাদন ব্যাহত হয়ে মানবেতর জীবনযাপন করছেন এই অঞ্চলের অসংখ্য কৃষক। যেন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে এই ডাকাতিয়া বিল। জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান চান স্থানীয় কৃষিজীবীরা। আর সমস্যা সমাধানে প্রকল্প গ্রহণ করা হয়েছে বলেছে জানাল পানি উন্নয়ন বোর্ড।
খুলনা-যশোর জেলার ডুমুরিয়া-ফুলতলা-অভয়নগর-কেশবপুর-মনিরামপুর উপজেলার ২ লাখ একর জমিতে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ অবস্থার নিরসন হয় বিলের বিভিন্ন জায়গা কেটে দিয়ে পানি বের করে দেয়। ভুক্তভোগী কৃষক ও অসহায় মানুষের আন্দোলনের মুখে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
পানি উন্নয়ন বোর্ড ৬৩ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন জায়গায় স্লুইস গেট, কালভার্ট নির্মাণ ও খাল খনন করা হয়। ২৩ বছর বেশ আনন্দেই কাটছিলো এলাকার মানুষের জীবন যাপন।
কিন্তু এ বছর শোলমারী নদীতে এবং স্লুইস গেটের ভেতরে সংযোগ নদীতে পলি জমে আবারো ভরাট হয়ে গেছে বিল ডাকাতিয়ার তলদেশ। স্থায়ী জলাবদ্ধতায় ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। এ অঞ্চলের কৃষিজীবী পরিবারকে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।আর পানি উন্নয়ন বোর্ড বলছেন, আপাতত নদী ড্রেজিং করে পানি অপসারণ করা হবে। তবে দীর্ঘস্থায়ী ব্যবস্থা নিতে গবেষণার বিকল্প নেই। আর জেলা প্রশাসক বলছেন, খুলনার ৫টি নদী পূর্ণখননের জন্য প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।