অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আঁচ লেগেছে গ্রন্থ মেলায়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আঁচ লেগেছে গ্রন্থ মেলায়। ভাষার মাসজুড়ে আয়োজিত এই গ্রন্থমেলার ঊনিশতম দিনে ভিড় যেমন বেড়েছে, পাল্লা দিয়ে বেড়েছে বই বিক্রিও। আজ প্রকাশিত হয়েছে শতাধিক নতুন বই।
বহমান নদীর স্রোতের মতো চলমান মানুষের সারি এক হয়ে মিশেছে গ্রন্থমেলায় মোহনায়।কেবল দর্শনার্থী নয়, বইয়ের টানে ছুটে এসেছেন সব বয়সী মানুষ।নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা গ্রন্থমেলার চারপাশ। সেই গন্ধে ভিড় করেছেন বইপ্রেমীদের পাশাপাশি উৎসুকরাও।ভাষার মাসে বই নিয়ে আয়োজিত এই মহাযজ্ঞের উচ্ছ্বাস স্পর্শ করেছে প্রকাশকের মতো লেখককেও।
একুশ মানে আত্মগৌরব রক্ষায় মাথা নত না করার চেতনা, তাইতো প্রযুক্তির এতো ধুম্রজালের মাঝে একুশে গ্রন্থমেলা উদ্ভাসিত আপন মহিমায়।