অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৬:৫৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
শুরু হল অমর একুশে বইমেলা- দুই হাজার একুশ । মেলার শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে কেবল তখনই দেশের আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন হয়েছে। রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেয়ার আহ্বানও জানান তিনি। শিশুদেরকে বই পড়ায় মনোযোগী করতে শিক্ষক ও অভিভাবকদের যত্নবান হবার নির্দেশ দেন সরকার প্রধান।
২০২০র বইমেলা শেষ হওয়ার পরপরই দেশে শুরু হয় মহামারি করোনাভাইরাস সংক্রমণ। বছর শেষে ভয়াবহতা কিছুটা কমলেও টানা কয়েকদিন ধরে আবারো বাড়ছে সংক্রমণ। সব শঙ্কা ছাপিয়ে এবার তাই দেড় মাস পিছিয়ে শুরু হল অমর একুশে বইমেলা-২০২১। গণভবন থেকে ভার্চুয়ালি এ আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার-২০২০ তুলে দেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী। কবিতা, কথা সাহিত্য, প্রবন্ধসহ ১০টি বিভাগে ১০ জন বিশিষ্ট ব্যক্তি এবার এ সম্মানে ভুষিত হলেন।
বঙ্গবন্ধুর লেখা বই ‘আমার দেখা নয়া চীন’-এর ইংরেজি অনুবাদ ‘নিউ চায়না ১৯৫২’ এর মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার কারণে স্বশরীরে এই প্রাণের মেলায় যেতে না পারায় আক্ষেপ জানান প্রধানমন্ত্রী। মাতৃভাষার গোড়াপত্তন আরো শক্তিশালী করার পাশাপাশি বিদেশি ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জানার আহ্বান জানান তিনি।
ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকাকে মুছে ফেলার ব্যর্থ অপতৎপরতা হয়েছিল অভিযোগ করেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী বলেন, কারো মুখাপেক্ষী হয়ে নয়, বাংলাদেশ বিশ্বে আত্মমর্যাদা নিয়ে চলবে।স্বাস্থ্যবিধি মেনে সবাইকে মেলায় আসার অনুরোধ জানান সরকার প্রধান। মেলা চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।